Search
The University of Chicago Phoenix The University of Chicago The University of Chicago
AQLI

September 12, 2017

বাতাসের মান উন্নত হলে ভারতীয়রা আরও বেশিদিন বাঁচবেন, বলছে গবেষণা

নয়াদিল্লি: যদি দিল্লির দূষিত বাতাসকে আর একটু নিঃশ্বাসযোগ্য করে তোলা যায়, তবে মানুষ আরও বেশিদিন বাঁচবেন। তবে সে জন্য বাতাসের মানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে পাশ করতে হবে। এমনই বলছে এক আন্তর্জাতিক গবেষণা।

গবেষণাটি করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষকরা। তাঁরাই তৈরি করেছেন এই একিউএলআই বা এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স। ভারতের বাতাস পরীক্ষা করে এই ইনডেক্স জানিয়েছে, যদি বাতাসের মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠি ছুঁয়ে যায়, তবে ভারতীয়রা গড়ে আরও ৪ বছর বেশি বাঁচবেন।

বাতাসে ভাসমান ধূলিকণা সংগ্রহ করে গবেষকরা দেখেছেন, তার মাত্রা কমানো গেলে মানুষের আয়ুর ওপর তা কতটা প্রভাব ফেলবে। তাঁদের তৈরি ইনডেক্স বলছে, দিল্লির বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা ছুঁলে রাজধানীর বাসিন্দারা ৯ বছর করে বেশি বাঁচবেন। আর জাতীয় লক্ষ্যমাত্রা ছুঁলে বাঁচবেন ৬ বছর করে বেশি।

বাতাসের মধ্যে যানবাহন ও কলকারখানা থেকে যে দূষণ এসে মিশছে, তা মানুষের শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত অঙ্গের প্রবল ক্ষতি করছে, একইভাবে গিয়ে মিশছে রক্তধারায়।

বিশ্বের দূষিততম শহরগুলির মধ্যে দিল্লির নাম দীর্ঘদিন ধরে রয়েছে। বিশেষ করে শীতকালে এই দূষণের মাত্রা সহনসীমার বাইরে চলে যায়।

Stay updated on AQLI’s latest data & reports